ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

রাজশাহীতে সাবেক মেয়র লিটনের বাড়ি ভাঙচুর

রাজশাহীতে সাবেক মেয়র লিটনের বাড়ি ভাঙচুর

রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়।

খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি রাজশাহী নগরের উপশহর এলাকায় অবস্থিত। বাড়িটি ভেঙে ফেলার সময় ক্ষুব্ধ জনতাকে দেখা যায়। এ সময় তারা সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। বাড়ি ভাঙা দেখার জন্য অনেক সাধারণ মানুষও ভিড় করেন। অনেকেই বাড়ি ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করে।

তবে এ ব্যাপারে কারও বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলেও এ নিয়ে কোন কথা বলতে চাননি পুলিশের কর্মকর্তারাও।

আরও পড়ুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। ওই দিনই এ বাড়িতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরে বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে শুধু পরিত্যাক্ত হিসেবে ভবনটি দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার রাতে প্রাচিরসহ বাড়িটির সামনের একাংশ ভেঙে ফেলা হয়েছে।

এর আগে উপশহর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ও শামীম নামের আওয়ামী লীগের এক নেতার চেম্বার এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান