ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

গাজায় ইসরায়েলের তৈরি বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার

সংগৃহিত,গাজায় ইসরায়েলের তৈরি বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

আর এবার ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। উত্তর গাজার ওই বালির ঢিবিটি ইসরায়েলের সেনাবাহিনী তৈরি করেছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মিত বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে বলে সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে বলেছেন, “ইসরায়েলের বুলডোজিং অভিযানের কারণে গাজা শহর এবং উত্তরের বেশ কয়েকটি এলাকায় আত্মরক্ষার্থে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহার করা বালির ঢিবির নিচে ফিলিস্তিনিদের কবর দিয়েছিল তারা (ইসরায়েলি বাহিনী”।

আরও পড়ুন

তিনি বলেন, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ৩৭টি এবং গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ২৯ জনের লাশ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “অনেক কবর এখনও আবিষ্কৃত হয়নি, কারণ ইসরায়েলি স্থল অভিযানের সময় ফিলিস্তিনিরা তাদের মৃতদের রাস্তায়, স্কোয়ার এবং পাবলিক পার্কে কবর দিতে বাধ্য হয়েছিল। সিভিল ডিফেন্স টিম এবং মেডিকেল ক্রুরা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ এবং বালির ঢিবির নিচ থেকে লাশ উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।”

গাজার এই বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, গাজায় ঝোড়ো আবহাওয়া গাজাজুড়ে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের কয়েক ডজন তাঁবু উড়িয়ে নিয়েছে। এছাড়া বৃষ্টির পানি অন্যান্য আরও অনেক তাঁবুকে প্লাবিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়ার সোনাতলায় চরাঞ্চলে টোপা আর শুকনো মরিচে সয়লাব

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার