ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ ২ যাত্রী আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)।
আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আফতাব উদ্দিন ও সাঈদ আহমদ। তাদের কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, প্রতিটির ওজন ১১৭ গ্রাম করে। এছাড়াও চারটি গোল আকৃতির স্বর্ণের বল পাওয়া গেছে, যার ওজন সাড়ে তিন কেজি। মোট উদ্ধার স্বর্ণের পরিমাণ সাড়ে ১৭ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।
আরও পড়ুনএনএসআই কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক সময়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে স্বর্ণ চোরাচালানের একাধিক ঘটনা ধরা পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পরও চোরাকারবারিরা নতুন কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তবে নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতায় এসব অপতৎপরতা বারবার ব্যর্থ হচ্ছে।
মন্তব্য করুন