ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় সফরে আঙ্কারা পৌঁছান আল শারা। এর পরেই তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক এখনো চলছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় এরদোয়ান ও আল শারার মধ্যে বৈঠক শুরু হয়েছে। এরদোয়ানের আমন্ত্রণেই আঙ্কারা সফরে এসেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমটি আরও বলেছে, দুই প্রেসিডেন্ট যখন বৈঠকে বসেছেন তখন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান শারার স্ত্রী লতিফ আল দুরুবির সঙ্গে দেখা করেছেন।

খবরে বলা হয়, রুদ্ধদ্বার বৈঠক শেষে উভয় প্রেসিডেন্ট একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। একইসঙ্গে শারা তার প্রতিনিধিদলসহ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সাথে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নেতা তুরস্কে যাচ্ছেন। তুরস্কের সাঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

আরও পড়ুন

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল আসাদকে উৎখাত করার পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবের পর তুরস্কে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, এ সফরে আঙ্কারার সঙ্গে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দিবেন শারা।

এরদোয়ানের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন এক্স-এ লিখেছেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোয়ান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, তুরস্ক ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধারে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে দামেস্কের সমর্থন পেতে আগ্রহী তুরস্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

১২ দিন পর্যন্ত গোসল ছাড়াই চলেছেন আমির খান