ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বগুড়ার ধুনট থানা প্রাঙ্গণে উচ্চ শব্দে আসামির জয় বাংলা স্লোগান

বগুড়ার ধুনট থানা প্রাঙ্গণে উচ্চ শব্দে আসামির জয় বাংলা স্লোগান। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট থানা হাজত থেকে কারাগারে নেয়ার সময় পুলিশের গাড়িতে উঠে উচ্চ শব্দে জয় বাংলা স্লোগান দিয়েছেন নাশকতা মামলার আসামি ছামিদুল ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা। হঠাৎ করে থানা প্রাঙ্গণে আসামির এই স্লোগানে চরম উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে থানা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুত ওই আসামিকে নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের দিকে রওনা হয়।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধুনট থানা চত্বরে এ ঘটনা ঘটে। ছামিদুল ইসলাম উপজেলার বহালগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এরআগে গতকাল সোমবার দুপুরের পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপি’র দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কর্মীসভা করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা বিএনপি কার্যালয় ও কার্যালয়ে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষয় করেন।

আরও পড়ুন

এ ঘটনায় ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছামিদুল ইসলাম।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, জেলা কারাগারে নেয়ার জন্য গাড়িতে তোলার সময় হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিল এক আসামি। তাৎক্ষণিকভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিকে তাকেসহ অন্যান্য আসামিদের থানা থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল