বগুড়ার শিবগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য

বগুড়ার শিবগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকের রমারমা ব্যবসা চলছে। বিশেষ করে উপজেলার পাকুড়তলাসহ বেশ কয়েকটি এলাকায় হাত বাড়ালেই মিলছে মাদক- এমন অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে।

এলাকাবাসীর দাবি, প্রকাশ্যেই চলছে মাদকের রমরমা কারবার। আর এতে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রহবল হাজিপাড়া গ্রামের বাসিন্দা একজন এই মাদক ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত। তিনি নিজে আড়ালে থেকে কয়েকজন সহযোগীর মাধ্যমে মাদক কেনাবেচা পরিচালনা করছেন।

তার হয়ে সরাসরি মাদক সরবরাহের কাজ করেন বেশ কয়েক যুবক। তাদের মাধ্যমেই এলাকায় মাদক হাতবদল করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পাকুড়তলা বাজারের উত্তরে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে দিনের বেলাতেই অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় মাদক কেনাবেচা। দিনের পর দিন চোখের সামনে এমন অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গেছে। এতে পরিবার ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, "পাকুড়তলায় যেভাবে মাদকের কারবার চলছে, দ্রুত অভিযান চালিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রুপ নিতে পারে। প্রশাসনের জোরালো পদক্ষেপের মাধ্যমে পাকুড়তলা এলাকাকে মাদকমুক্ত করার আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মাদক কারবার একটি জাতীয় সমস্যা। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্সে আছি। কেউ যদি তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলে যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154595