দেশের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার বগুড়ার রমজান আলী আকন্দ
স্টাফ রিপোর্টার : দেশ সেরা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বগুড়ার রমজান আলী আকন্দ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। শিক্ষা প্রশাসনে দক্ষতা, শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়ন এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ডি-নথি, ওয়েব পোর্টালসহ নানা কার্যক্রমের জন্য তাকে এই পদক দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক অনুষ্ঠানে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে শ্রেষ্ঠ শিক্ষা অফিসারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে তুলে দেন শিক্ষা উপদেষ্টা ড.চৌধুরী রফিকুল আবরার। দেশের বিভিন্ন জেলা থেকে মনোনীত শিক্ষা কর্মকর্তাদের মধ্য থেকে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে রমজান আলী আকন্দকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করে জাতীয় বিচারক প্যানেল।
রমজান আলী আকন্দ বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর জেলা শিক্ষা অফিসার হিসাবে বগুড়ায় যোগদান করেন। এর আগে তিনি নাটোর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রমজান আলী আকন্দ ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বগুড়া জিলা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে রমজান আলী আকন্দ বলেন, এই স্বীকৃতি একক কোনো অর্জন নয়। বগুড়া জেলার সকল শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154590