লিবিয়ায় যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়, সিলেটে সহযোগী গ্রেফতার
লিবিয়ায় প্রবাসী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার থেকে ছাদেক আহমদ (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জালালাবাদ থানা পুলিশ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে
গ্রেফতারকৃত ছাদেক আহমদ বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের শাহ আলমের ছেলে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিয়ানীবাজারের বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গত ৮ বছর ধরে লিবিয়ায় কর্মরত। ঘটনার প্রায় ৩ মাস আগে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য আবু বক্কর নামের এক ব্যক্তির কাছে পাসপোর্ট জমা দেন সুমন। এর সূত্র ধরে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সুমন বাংলাদেশে তার পরিবারকে ফোন করে জানান যে, আবু বক্করসহ অজ্ঞাত ৩-৪ জন তাকে অপহরণ করেছে। মুক্তিপণ না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
ভিকটিমের পরিবার সুমনের জীবন বাঁচাতে অপহরণকারীদের দেওয়া তিনটি নাম্বারে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ১৭ হাজার টাকা পাঠায়। কিন্তু টাকা পাওয়ার পর অপহরণকারীরা সুমনের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সুমনের ভাই রিয়াদ হোসেনের মোবাইলে কল করে আরও ৩-৪ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে সুমনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের ভাই জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৯ অভিযান চালিয়ে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছাদেক আহমদকে বিয়ানীবাজার থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে র্যাব বিষয়টি নিশ্চিত করে জানায়, অপহরণ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154586