পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশ
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সকল প্রাইভেট ও কোচিং সেন্টার বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট ও কোচিং বাণিজ্য পরিচালিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে অশালীন ও রূঢ় আচরণ করার অভিযোগ ওঠে। অভিযোগে জানা যায়, এদিকে তার কাছে প্রাইভেট না পড়লে অথবা তিনিসহ কয়েকজন শিক্ষকের উদ্যোগে পরিচালিত কোচিং সেন্টারে না পড়লে ওই সমস্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়া ধরে নাজেহাল করা, অশোভন ভঙ্গিতে তিরস্কার করাসহ নানানভাবে ভয়ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করে আসছিলেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো. কামরুল হাসান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কোনো ধরনের প্রাইভেট বা কোচিং সেন্টার পরিচালনার সুযোগ নেই। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষকরা যদি নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করান, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154579