স্টেজ শো’তে অনবদ্য তরিক মৃধা
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের ভার্সেটাইল সিঙ্গার হিসেবে বেশ সমাদৃত তরিক মৃধা। আধুনিক গান, ফোক গানের পাশাপাশি হিন্দী গানেও অনবদ্য সেরাকন্ঠ ২০১৭’খ্যাত এই শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। গেলো বছরটা গানে গানে তার বেশ ভালোই কেটেছে। আশা করছেন তিনি এই বছরটাও তারচেয়ে বেশি ভালো কাটবে। তরিক মৃধা’র কন্ঠের গান যারা একবার শুনেছেন তারা মুগ্ধ হয়েছেন। এমনও হয়েছে স্টেজ শোতে অনবদ্য এই শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী একবার যেখানে গিয়েছেন সেখান থেধকে আবারো তার ডাক আসে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে দেবার জন্য।
চলতি বছরটা তরিক মৃধার শুরু হলো বিটিভিতে জীবক বড়ুয়ার লেখা ও আশারফ বাবুর সুর করা একটি মৌলিক গান গাওয়ার মধ্যদিয়ে। এরপর একে একে শুরু হলো তার স্টেজ শোতে ব্যস্ততা। এরইমধ্যে ঢাকায় কয়েকটি স্টেজ শো করার পাশাপাশি পঞ্চগড়েও স্টেজ শোতে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন তরিক। ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজেও সঙ্গীত পরিবেশন করেছেন। তরিক জানান, আগামী ২২ জানুয়ারি রাতে আরটিভির সরাসরি গানের অনুষ্ঠানেও তিনি সঙ্গীত পরিবেশন করবেন।
এর আগেও একই চ্যানেলের আহ্বানে তিনি সরাসরি সঙ্গীত পরিবেশন করেছিলেন। এই সময়ে এসে মিউজিক কম্পোজিশনের কাজেও ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিন আগে এনিগমা টিভির জন্য তিনি তার নিজের লেখা ও সুর করা, রবিউল ইসলাম জীবনের লেখা ও শেখ সাদী খানের সুর করা গান গেয়েছেন। তবে আপাতত এনিগমা টিভির জন্য কাজ করছেন না তিনি। এখন তরিক নিজের লেখা ও সুর করা গান নিয়ে নিজের কম্পোজিসন নিয়েও ব্যস্ত।
তরিক মৃধা বলেন,‘ গানে গানে বেশ কয়েকটা বছর ভালোভাবেই কেটে গেলো। নিজের বেশকিছু মৌলিক গানও প্রকাশিত হলো। সেসব গানের জন্য শ্রোতা দর্শকের কাছ থেকেও বেশ ভালো সাড়া পেয়েছি। এখন স্টেজ শো নিয়েও বেশ ভালো ব্যস্ত আছি। যেমন আগামী ২২ জানুয়ারি আরটিভিতে এবং ২৪ জানুয়ারি রাজধানীর গুলশান নর্থ ক্লাবে সঙ্গীত পরিবেশন করবো। এরপর আরো বেশ কিুছ শোয়েরও আলাপ চলছে। নিজের লেখা ও সুর করা গানের কম্পোজিশন নিয়েও ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ সবমিলিয়ে ব্যস্ত সময় কাটছে আমার। শ্রোতা দর্শকের জন্য সামনে বেশকিছু ভালো ভালো নতুন গান আসতেছে আমার। গানগুলো নিয়ে আমি খুউব আশাবাদী।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154566