লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) পূর্ব চরমনসা গ্রামের শাহজাহান ডাক্তার বাড়ির পুকুর থেকে লাশটি পুলিশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহাজাহান ডাক্তারের পুকুরে ডুবন্ত অবস্থা-এ মৃতব্যক্তির লাশ দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি আমাদের অপরিচিত। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মইনুল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154550