সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে যে অবস্থানে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। র্যাঙ্কিংয়ে লিওনেল মেসির দেশ ২ নম্বরে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে। তালিকায় সবার ওপরে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। মূলত, ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্রান্স তৃতীয়, এরপর ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল এবং নেদারল্যান্ডস।
অবস্থান নড়চড় হয়নি বাংলাদেশেরও। আগের মতোই ১৮০তম স্থানে আছে বাংলাদেশ। প্রতিবেশী ভারত এক দাপ এগোলেও আছে ১৪১তম স্থানে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ নিচে নেপাল। সাফ অঞ্চলের অন্য দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান আছে যথাক্রমে ১৯৪ ও ১৯৯তম স্থানে।
আফ্রিকা কাপ অব নেশনসের কারণে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়েছে। সেনেগালের কাছে ফাইনাল হারলেও মরক্কো তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং অর্জন করেছে। ৩ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠে এসেছে তারা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের আগের সেরা অবস্থান ছিল ১৯৯৮ সালের এপ্রিলে ১০ম। সেনেগাল সাত ধাপ উঠে তাদের ইতিহাসসেরা ১২তম স্থানে আছে। আফ্রিকান দলের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল নাইজেরিয়ার। ১৯৯৪ সালে পঞ্চম স্থানে উঠে এসেছিল তারা। আর আরব দেশের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল মিশরের। ২০১০ সালের জুলাইয়ে ৯ম স্থানে পৌঁছেছিল তারা।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকারী নাইজেরিয়া ২৬তম স্থানে উঠে এসেছে। সেমিফাইনালে পৌঁছানো মিশর চার ধাপ এগিয়ে আছে ৩১তম স্থানে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154539