বিশ্বকাপের আগে আর্জেন্টিনার পরিকল্পনায় যেসব প্রস্তুতি ম্যাচ
স্পোর্টস ডেস্ক : আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের সর্বোচ্চ এই প্রতিযোগিতার জন্য এখন প্রতিযোগী দেশগুলো প্রস্তুতিমূলক সূচি সাজাচ্ছে। ফলে যতটা সম্ভব ম্যাচ আয়োজনের চেষ্টা করছে দলগুলো। জুনের প্রথম দশকে দুটি ম্যাচ ও প্রতিপক্ষ নির্ধারণের পরিকল্পনা করছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই দুটি ম্যাচ হতে পারে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে। ২০২৪ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল স্কালোনির দল। কাছাকাছি সময়ে স্পেন রেকর্ড সর্বোচ্চ চতুর্থ বারের মতো স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। এর মধ্য দিয়ে বার্সেলোনা অতীত ও বর্তমান দুই তারকা লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের মুখোমুখি হওয়ার বড় মঞ্চ প্রস্তুত হয়ে যায়। আগামী ২৬-৩১ মার্চ পর্যন্ত গত বিশ্বকাপের আয়োজক দেশটিতে কাতার ফুটবল ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। আসন্ন আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমাও হয়ে উঠবে সেই ফেস্টিভালের অংশ।
যেখানে সবশেষ ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কাতার ফুটবল ফেস্টিভালে সবমিলিয়ে ৬টি দেশ ৬টি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা ছাড়াও স্পেন অপর ম্যাচ খেলবে মোহামেদ সালাহ’র মিশরের বিপক্ষে। এছাড়া সৌদি আরব, সার্বিয়া অংশ নেবে ওই ফেস্টিভালে। সম্প্রতি বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে কোচ স্কালোনি আসন্ন বিশ্বকাপের জন্য ৫০ সদস্যের প্রাথমিক তালিকা তৈরির কথা জানিয়েছিলেন। চূড়ান্ত তালিকা তৈরির জন্য ফিফার মার্চ উইন্ডোকে কাজে লাগাতে চাইবেন তিনি।
ফুটবল ফেডারেশনের (এএফএ) স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইতোমধ্যে ৫০ জনের তালিকা চূড়ান্ত করার কথা উল্লেখ করেন স্কালোনি, ‘সর্বশেষ বিশ্বকাপে আমরা ফুটবলারদের ঘনঘন ইনজুরিতে পড়তে দেখেছি। কারোরই ছিটকে পড়া কাম্য নয়। সে কারণে আমরা বড় তালিকা তৈরি হয়েছি।’ এর আগে নিজের প্রধান অস্ত্র মেসির সঙ্গে বৈঠক করেন আর্জেন্টাইন কোচ। যদিও বিশ্বকাপ নিয়ে নাকি কথা হয়নি তাদের, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। যা ইতোমধ্যে আমাদের সামনে রয়েছে। আপনি তার ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না এবং তাকে একা ছেড়ে দিতে হবে।’
এদিকে, আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ১ ও ১০ জুন দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকো ও মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে খেলতে চায় তারা। যদিও প্রতিপক্ষ এবং ভেন্যু কোনোটিই চূড়ান্ত নয়। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচই হতে পারে মেসি-লাউতারোদের শেষ লড়াই। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ, পাঁচদিন পর (১৬) আলজেরিয়া ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154530