কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটবোঝাই ট্রাকের ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক। ফলে সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে।
জানা গেছে, সেতুর লোড ধারণ ক্ষমতা ১০ টন হলেও ট্রাকটি ৩৯ টন ইট পরিবহন করায় এই দুর্ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ইটবোঝাই একটি ট্রাক ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার পথে সেতুর স্টিলের অংশে পৌঁছলে অতিরিক্ত লোডের কারণে সেতুর একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। এতে সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুর্ঘটনায় সেতুর দুপাশে যানবাহনের লম্বা সারি হয়েছে। জরুরি প্রয়োজন সারতে লোকজনকে নৌকায় পারাপার হতে হচ্ছে। এছাড়া এইচএসসি ও আলিম নির্বাচন পরীক্ষার্থীসহ অফিসগামী লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, পুরাতন সেতুটির ধারণ ক্ষমতা ১০ টন কিন্তু ট্রাকে পরিবহন করা হয়েছে ৩৯ টন। ফলে অতিরিক্ত লোডের কারণে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ইট মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ওভার লোডের কারণে কোন মামলা হয় না। তবে জরিমানা আরোপের বিধি রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ও ওসি আজিম উদ্দিন ঘটনা স্থলে রয়েছেন। তারা জানান, ট্রাকটি সরিয়ে সেতুটি পারাপারের উপযোগী করার চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154527