ঠাকুরগাঁয়ের হরিপুরে রবি মৌসুমে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

ঠাকুরগাঁয়ের হরিপুরে রবি মৌসুমে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় রবি মৌসুমী ভূট্টার পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছে কৃষক বাম্পার ফলনের সম্ভাবনা। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর রবি মৌসুমে এ উপজেলায় ভূট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৫৫০হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত আবাদ হয়েছে ৮ হাজার ৫২৫ হেক্টর।

এবার প্রতি হেক্টর জমিতে খরচ ধরা হয়েছে ১ লাখ ১০হাজার টাকা এবং ফলন প্রতি হেক্টরে ৪শ’ মণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম খরেচে অল্প সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় কৃষক আমন এবং আলু তুলার পর রবি মৌসুমে ভূট্টা লাগাতে বেশ ঝুঁকে পড়েছে এখনও রোপণ অব্যহত রয়েছে। এতে কৃষক অতি সহজেই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। উচ্চ ফলনশীল ভূট্টার মধ্যে রয়েছে পাইওনিয়ার ৩৩৫৫, এনকে ৪০, ৯৮৪, ৩৩৯, ২২৪, কৃষান, করস ইত্যাদি।

কৃষক রেজাউল বলেন, ধান কাটার পর তিন বিঘা জমিতে ভূট্টার আবাদ করেছি আশা করি ভালো ফলন হবে। কীটনাশক ও রাসায়নিক সার এবং পানি সেচের জন্য বাড়তি খরচ করতে হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুন ইসলাম বলেন, এ বছর রবি মৌসুমে ভূট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৫৫০ হেক্টর এখন পর্যন্ত আবাদ হয়েছে ৮ হাজার ৫২৫ হেক্টর এখনও রোপণ চলমান রয়েছে। মাঠপর্যায়ে গিয়ে ভূট্টার পরিচর্যার বিষয়ে কৃষককে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154475