পোস্টাল ব্যালটে ভোট দেবেন খাগড়াছড়ি কারাগারের ১৬ বন্দি
খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ জন কারাবন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর আগে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে মোট ১৭ জন বন্দি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। তবে তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে জেলখানায় থেকে ১৬ জন ভোট প্রদান করবেন।
নিবন্ধনকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ কয়েকজন আওয়ামী লীগের নেতা রয়েছেন। নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।
তিনি আরও বলেন, করাগারে থাকা অবস্থায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করে কেউ জামিনে মুক্তি পেলেও তিনি পোস্টাল ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে কারাগার থেকেই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে।