বার্সেলোনাকে কাঁদাল রিয়াল সোসিয়েদাদ
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের মুখ দেখলো বার্সেলোনা। রোববার (১৮ জানুয়ারি) নিজেদের মাঠে কাতালানদের বিপক্ষে ২–১ গোলের নাটকীয় জয় তুলে নেয় রিয়াল সোসিয়েদাদ।
ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও ফিনিশিং ব্যর্থতায় ভুগতে হয় বার্সেলোনাকে। একের পর এক আক্রমণ গড়েও স্কোরবোর্ডে প্রতিফলন ঘটাতে পারেনি তারা।
খেলার ৩২তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে স্বাগতিকদের এগিয়ে দেন মিকেল ওয়ারসজাবাল। তার গোলেই ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল সোসিয়েদাদ।
বিরতির পর বদলি হিসেবে নেমে ম্যাচে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। ৭০তম মিনিটে লামিনে ইয়ামাল-এর নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠান তিনি।
তবে সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার। পরের মিনিটেই গঞ্জালো গেদেস-এর গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ পর্যন্ত ২–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে, আর উল্লাসে ভাসে রিয়াল সোসিয়েদাদ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154393