সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় কর্মচারীর মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌবিলা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পিবিএস)’র কর্মচারী রেজাউল করিম (৪০) নিহত হয়েছেন।
উল্লাপাড়ায় অবস্থিত সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) আব্দুল মতিন জানান, আজ রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রেজাউল করিম চৌবিলা-সলঙ্গা বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হয়। রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সাওয়াপাড়া গ্রামের বাসিন্দা। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর রেজাউল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154354