সিরাজগঞ্জে দ্বিগুণ টাকাতেও মিলছে না জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সরকারি হাসপাতালগুলোতে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সরবরাহ। হাসপাতালের বাইরে স্বল্প পরিসরে এসব ভ্যাকসিন পাওয়া গেলেও কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার একডালা গ্রাম থেকে আব্দুর রশিদ তার ১৪ বছর বয়সী ছেলে সাহেদকে টিকা দিতে নিয়ে এসেছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। কিন্তু সরকারি ভ্যাকসিন নেই। ৫শ’ টাকার ভ্যাকসিন ১ হাজার টাকা দিয়েও মিলছে না বাইরে।
এসময় একাধিক ভুক্তভোগী জানান, সিরাজগঞ্জের সব বেসরকারি ফার্মেসি খুঁজেও ভ্যাকসিন পাচ্ছেন না তারা। দায়িত্বে থাকা নার্স আয়শা জানান, গত ১৪ ডিসেম্বর থেকে ভ্যাকসিন শেষ হয়ে গেছে। ঢাকায় চাহিদাপত্র দেওয়া হয়েছে। প্রতিদিন অসংখ্য রোগী এসে ভিড় করছে ভ্যাকসিনের জন্য। এতোদিন রোগীরা বাইরে থেকে ভ্যাকসিন এনে দিলেও, এখন বাইরেও ভ্যাকসিন মিলছে না।
কাজিপুর উপজেলা থেকে আসা এক রোগীর স্বজন জুরান আলী জানান, ছেলেকে কুকুর আঁচড় দেওয়ায় কাজিপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন তাকে। তবে এখানেও ভ্যাকসিন নেই, এমনকি হাসপাতালের বাইরেও পাওয়া যাচ্ছে না। পৌর এলাকা থেকে আসা আমেনা খাতুন জানান, তার মেয়েকে বিড়াল আঁচড় দিয়েছে। পরে বাইরে অনেক খোঁজাখুঁজি করে দ্বিগুণ দামে ভ্যাকসিন কিনে দিয়েছেন তিনি।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আকিকুর নাহার বলেন, বর্তমানে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ নেই। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154322