চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে তার স্ত্রী খুন হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে।
৩৮ বছর বয়সি সালমা আক্তার ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে জসিম সকালে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে।
স্থানীয় লোকজন ওই নারীকে চট্টগ্রাম মেডিকেলে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনার পরপর পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154308