মধুখালীতে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

মধুখালীতে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় মো. আরাফাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার নওপাড়া রাস্তার মোড় থেকে অদূরে একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিপাড়া-তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

মধুখালী থানার এসআই তন্ময় মণ্ডল জানান, সকালে আরাফাত নামে ওই যুবক মোটরসাইকেলযোগে নওপাড়া থেকে কাজের উদ্দেশে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

 
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154296