যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ওমর বিন হাদি
নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্য মিশনে নিয়োগ পাওয়াকে রক্তের বিনিময়ে চাকরি পাওয়া বানিয়ে ক্যাম্পেইন করা হচ্ছে বলেও অভিযোগ ওমর বিন হাদির। মালয়েশিয়ায় হাদির স্মরণ-সভায় এ অভিযোগ করেন হাদির বড় ভাই। অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরার আহ্বান জানান প্রবাসীরা।
দূর প্রবাসে থেকেও ভুলে যাননি হাদিকে। অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করা শরীফ ওসমান হাদির স্মরণে মালয়েশিয়ায় আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আবেগঘন পরিবেশে এই আয়োজন।
সভায় উপস্থিত হয়ে হাদির বড় ভাই শাফির ওমর বিন হাদি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার বানচাল করতে তাকে ও তাঁর সন্তানকেও হত্যার হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও, বিচারের দাবি বন্ধ করতে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।
শরিফ ওসমান হাদির বড় ভাই শাফির ওমর বিন হাদি বলেন, ঝুমাদেরকে ভয় দেখানো হচ্ছে তোমরা আন্দোলন অব্যাহত রেখো না। তোমাদেরও হত্যা করা হবে। অসংখ্যবার আমাকে থ্রেট দেয়া হয়েছে শুধু আমাকেই না আমার সন্তানকেও হত্যা করা হবে যদি আমি হাদি হত্যার বিচারে সোচ্চার থাকি। যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ প্রসঙ্গে ওমর বলেন, ‘দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিদেশে বসবাসের ব্যবস্থা করতে বলা হয়েছিল সরকারকে। নিরাপত্তা চাওয়াকে যারা রক্তের বিনিময়ে চাকরি পাওয়া বানিয়ে ক্যাম্পেইন করছে তাদের প্রতিও ধিক্কার জানান তিনি।’
শাফির ওমর বিন হাদি বলেন, ‘বাংলাদেশবিরোধী অ্যাক্টিভিস্টরা যারা ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। আমি ঠিক তাই দেখতে পাচ্ছি।।আমি যদি কালকে ঢাকায় ফিরি, আমাকে হত্যা করা হয় তাহলে বলা হবে ভাইয়ের লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিলো এজন্য তাকে হত্যা করা হয়েছে।’
ওসমান হাদি নিজের স্বার্থের চেয়েও ইনসাফ ও দেশপ্রেমে বলীয়ান ছিলেন। তাঁর এই আত্মত্যাগ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও অনুপ্রেরণা দেবে- বলেন প্রবাসীরা। খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
প্রবাসীরা জানান, হাদি হত্যার বিচার যতদিন না হবে ততদিন আমরা এ কথা চলতেই থাকবে। এজন্য আরও একশো হাদি শহিদ হতে হলে মনে হয় কেউ পিছু হটবে না।
প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝেও এই স্মরণ-সভা হয়ে ওঠে আত্মপরিচয়ের এক অনন্য উপলক্ষ। নতুন প্রজন্মের কাছে শরিফ ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরার পাশাপাশি বক্তারা আহ্বান জানান মানবিক ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154270