দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রবিবার। এদিন নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

শনিবার আপিল শুনানির অষ্টম দিনে ৪৪ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এ পর্যন্ত আট দিনে প্রায় ৪০০ প্রার্থী প্রার্থিতা পুনরুদ্ধার করেছেন। তবে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তাঁর প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনের কারণে প্রার্থিতা হারান। পরে মুন্সির আবেদন খারিজ করে হাসনাতের মনোনয়নের বৈধতা নিশ্চিত করেছে ইসি।

শুনানিতে ১১২টি আবেদন বিবেচনা করা হয়। এর মধ্যে ৩৭টি নামঞ্জুর, ৪৫টি মঞ্জুর, ১৯টি অপেক্ষাধীন ও ৯টি প্রত্যাহার হয়ে ওঠেনি। দু’জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়েছিল।

আজ প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জামালপুর-৩ আসনের ফারজানা ফরিদ, গাজীপুর-২ আসনের মো. শরিকুল ইসলাম সীমান্ত এবং খাগড়াছড়ি আসনের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, রবিবার দুপুর ১২টা থেকে সব অপেক্ষমান আবেদনের শুনানি শুরু হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154269