বগুড়ার কাহালুতে টেইলার্সে অগ্নিকান্ডে মালামাল ভষ্মিভূত

বগুড়ার কাহালুতে টেইলার্সে অগ্নিকান্ডে মালামাল ভষ্মিভূত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে টেইলার্সে এক ভয়াবহ অগ্নিকান্ডে পোশাক তৈরির  মেশিন ও কাপড়সহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে  গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মদনাই দরগাতলা নামক বাজারের মামা ভাগিনা টেইলার্সে।

মদনাই গ্রামের বাসিন্দা ও মামা ভাগিনা টেইলার্সের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম আতিক জানান, শুক্রবার শেষ রাতে শশ্রুতামূলক ভাবে কে বা কারা তার প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করে। এতে তার উন্নত মানের ৩ টি সেলাই মেশিনসহ তৈরি করা সব পোশাক পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন তার প্রতিষ্ঠানের  সব কিছু পুড়ে ছাই হয়ে আগুন নিভে যাবার পর তিনি সংবাদ পান। তখন আর কোন মালামান উদ্ধার করা সম্ভব হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154217