খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক - জিএম সিরাজ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের রাজনীতির বিপক্ষের সোচ্চার কণ্ঠ, গণতন্ত্রের মানসকন্যা। একজন মানুষের জীবন কতটা আপসহীন সংগ্রামী হতে পারে, বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ উদাহরণ।
আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের সম্মান রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। আপসহীন সংগ্রামী নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে পারলেই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ধুনট শহরের বাসট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, রেজানুর ইসলাম খান রেজা, মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, জাকির হোসেন জুয়েল, ময়নুল হাসান মকুল, হায়দার আলী হিন্দোল, আব্দুল কাইয়ুম টগর, শাহজাহান আলী, নিয়ামুল আলম তালুকদার, আবুল কালাম, বেলাল হোসেন বাবু, আতাউর রহমান পলাশ, আপাল সেখ, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, মোহাম্মাদ আলী জন, আল-আমিন, জাহাঙ্গীর আলম লিটন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সজিব মন্ডল, মাহমুদুল হাসান সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, শ্রমিকদল নেতা খোরশেদ মন্ডল, মিরাজ, ছাত্রদল নেতা আলম হাসান, সম্রাট, মিশুক বাবু, মিলন মিয়া, একে মিনু ও অপূর্ব।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154215