রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকার পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভবন থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। গত রাতে দুর্গন্ধের সূত্র ধরে মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।
পল্লবী থানার এসআই তোহাকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে তারা ঘটনাস্থলে যান। নিহত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে। মাথাটি ওপর হওয়া অবস্থায় ছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যান।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন তিনি। গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সুমন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।