নির্বাচনপূর্ব প্রস্তুতি দেখতে আজ থেকে মাঠে নামছে ইইউয়ের পর্যবেক্ষকরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ৫৬ জন নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন মিশন। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু করে তারা। ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধিরা। পর্যবেক্ষকদের কাজের উদ্বোধন করে মিশন উপ প্রধান জানান, বাংলাদেশের ঐতিহাসিক এ নির্বাচন পর্যবেক্ষণে আসতে পেরে তার দল গর্বিত।
মাঠে গড়ালো আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশে স্থাপিত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম। শনিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের উদ্দেশে যাত্রা শুরু করে মিশনের ৫৬ সদস্য।
সুইডেন থাকা আসা এভা মল্ট ও নরওয়ে থেকে আসা লার্স জর্জ ফোর্ডাল এ মিশনের দুই নম্বর দল যারা মাদারীপুর ও গোপালগঞ্জের নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এ যাত্রার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের লনে পর্যবেক্ষকদের ব্রিফ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান। প্রশ্ন ছিল, আগের তিনটি নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও এবার কেন নির্বাচনের মাঠে এ ইউরোপীয় মিশন। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান ইন্তা লাসে বলেন, ‘আসন্ন নির্বাচন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা, কারণ সবাই জানে ২০২৪ এ কী ঘটেছিলো। পর্যবেক্ষক হিসেবে এ নির্বাচনে থাকতে পেরে আমরা গর্বিত।’ তিনি বলেন, ‘হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ করাই আমাদের লক্ষ্য। মিশনের প্রাথমিক প্রতিবেদন নির্বাচনের দুই দিন পর, আর পূর্ণাঙ্গ প্রতিবেদন দুই মাস পর দেয়া হবে।’
নির্বাচন মাঠে পর্যবেক্ষকরা কীভাবে কাজ করবেন ব্যাখ্যা করেন এ উপ-প্রধান।
ইন্তা লাসে বলেন, ‘নির্বাচনে কতটা স্থানীয় আইন মানা হচ্ছে সেটার পাশাপাশি কতটা আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে সেটি পর্যবেক্ষণ করবো।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কর্মকর্তা জানান, মিশনের কার্যক্রমের অংশ হিসেবে বিশেষভাবে তাদের নিরাপত্তা প্রস্তুতি নেয়া আছে তবে তারা মনে করেন, তাদের কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154160