সিরাজগঞ্জ-৬ আসন জামায়াতের অন্য কাউকে দিলে আত্মহত্যার হুমকি

সিরাজগঞ্জ-৬ আসন জামায়াতের অন্য কাউকে দিলে আত্মহত্যার হুমকি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-৬ আসন শাহজাদপুর আসন বন্টন নিয়ে জামায়াত কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ খবরে আত্মহত্যার হুমকিও দিয়েছেন একজন। জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে জামায়াত ১৭৯টি এবং এনসিপি ৩০টি আসনে লড়বে। এই ৩০টির মধ্যে শাহজাদপুর আসনে এনসিপির প্রার্থী সাঈদ মোস্তাফিজের নাম শোনা যাচ্ছে।

এমন খবরে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে শত শত জামায়াত কর্মী ও সমর্থকরা জামায়াত মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমানের পক্ষে বিসিক চত্বরে সমাবতে হয়। এসময় মাওলানা অধ্যক্ষ আবু জাফর জানান, এ আসনে জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভোট প্রার্থনা করছেন। তিনি একজন জনপ্রিয় নেতা। সকল ধর্মের মানুষ তাকে ভালবাসে। এনসিপির প্রার্থীকে কেউ চেনে না। এ আসনে অন্য কেউ আসলে জনগণ তা মেনে নিবে না।

এসময় সিরাজগঞ্জ-৬ আসন উন্মুক্ত করার দাবি জানান তারা। এদিকে বাতিয়া গ্রামের মোতালিব জানান, মিজান ভাইকে বাদ দিলে আমি আত্মহত্যা করব। গোটা শাহজাদপুরে জামায়াত কর্মী ও সমর্থকদের দাবি একটাই সিরাজগঞ্জ-৬ আসন উন্মুক্ত করা হোক। অন্যদিকে, জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জানান, জামায়াত ছাড়া অন্য কাউকে দিলে এ আসন হাতছাড়া হয়ে যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154130