বগুড়ার আদমদীঘিতে বিনা অনুমতিতে খাস পুকুর পুনঃখনন, ৫০ হাজার টাকা জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমতি ছাড়া একটি খাস পুকুরে পুনঃখনন করায় আব্দুস সালাম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুস সালাম এক্সেভেটর দিয়ে মাধ্যমে পুকুরটি খনন করছিলো। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা সান্তাহার ইউপির কাজিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহারের কাজীপুরে সরকারি একটি পুকুরে সরকারি অনুমোদন ছাড়া এক্সেভেটর দিয়ে পুকুর খনন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা।
এ সময় পুকুর খনন করার সাথে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (খ), (ঘ) ভঙ্গে ১৫(১) ধারামতে ওই গ্রামের আব্দুস সালাম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154127