বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা
করতোয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠন ছাড়াও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এসব দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর.....
বোদা (পঞ্চগড়): পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সকল পূজা মন্ডপের পুরোহিত, পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন সম্প্রদায়ের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে জেলার বোদা উপজেলার মেনাগ্রাম ফরহাদ হোসেন আজাদের উঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। হিন্দু ধর্মীয় নেতা ডা. দ্বিজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফন্টের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, সদস্য সচিব প্রেমাশিষ রায় প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়াম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা, পরেশ চন্দ্র রায় প্রমুখ।
সাঘাটা (গাইবান্ধা): আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, সহÑসভাপতি(জেলা বিএনপি) ও ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটাÑফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মো. ফারুক আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ দলীয় নেতাকর্মীরা।
আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা গোপালবাটি ঈদগাহে দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, ছাত্রদল নেতা শাব্বির আহমদ আদর প্রমুখ।
নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম (ভিপি), সাজ্জাদ আলী টিটু, আরিফ কাউসার, এ.কে.এম খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চাটমোহর (পাবনা): আজ শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার গুনাইগাছা ৬ গ্রাম সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা এবং ধুলাউড়ি রামনগর সম্মিলিত আল-মাকরাজুল সালাফি হেফজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চাটমোহর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব, ডা. জিল্লুর রহমান, আব্দুল কুদ্দুস সাহাবুলসহ অনেকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154126