আয়োজকদের নিয়ে চম্পার অভিযোগ
বিনোদন ডেস্ক ঃ এক সময়ের জনপ্রিয় নায়িকা চম্পা এখন আড়াই হাজার ওষুধি ফলমূল- সবজি গাছের মালকিন। মুঠোফোনে যখন তার সঙ্গে কথা হচ্ছিল তিনি ওপ্রান্ত থেকে ভীষণ উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, আজ আমি আমার নিজের হাতে বপন করা ফুলকপি- বাঁধাকপি-পালং শাক একদম অর্গানিক নিজের বাসার জন্য তুললাম। কি যে আনন্দ, কি যে ভালোলাগা বলে বোঝাতে পারবো না। শীত মৌসুমে মাঝে মাঝে পরিবার-পরিজন বন্ধু- বান্ধবকে নিয়ে আমার এই বাগানবাড়িতে বনভোজনের আয়োজন করি। নিজ হাতে মাটির চুলায় রান্না করি।
তিনি আরও বলেন, শুধু আমি একাই প্রকৃতিপ্রেমিক নই, আমার বড় দু’বোন- সুচন্দা আপা এবং ববিতা আপাও প্রকৃতিপ্রেমিক। এবার একটু অন্য প্রসঙ্গে তার কাছে জানতে চাইলাম- ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে, কিন্তু ববিতা আপা, চম্পার উপস্থিতি নেই কেন? বিনয়ী এই অভিনেত্রী হেসে বললেন, হয়তো আয়োজকরা আমাদেরকে গুরুত্বপূর্ণ মনে করেননি। উপস্থিত থাকাতো পরের বিষয়, প্রথম বিষয় তো আমন্ত্রণ পাওয়া। এই প্রশ্নটা আমাকে না করে আপনারা যদি আয়োজকদের করতেন তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো।
কথা প্রসঙ্গে চম্পা বলেন, ঢাকায় এই প্রথমবার ঢালিউড অ্যাওয়ার্ড আয়োজিত হয়েছে। সেখানেও আমরা যারা পুরনো শিল্পীরা রয়েছি- তাদেরকে মনে করেননি আয়োজকরা। এ প্রসঙ্গটি বলার উদ্দেশ্য এই নয় যে, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি বরং দেশ-বিদেশে বাংলা সিনেমার যে জনপ্রিয়তা এবং বাংলা সিনেমা বলতেই যে মুখগুলো দর্শকদের মুখস্থ, তাদের উপস্থিত না থাকা বাংলা সিনেমার জন্য দুঃখজনক। হাস্যকর বিষয় কি জানেন, যারা আমাদের দর্শক তাদের সঙ্গে যখন আমাদের দেখা হয় তারা আমাদেরকে প্রশ্ন করেন- আয়োজকরা নাকি আপনাদেরকে আমন্ত্রণ করলে আপনারা অর্থ দাবি করেন, কি ভয়ঙ্কর অভিযোগ! উপস্থিত থাকা না থাকাটা কোনো বিষয় না, তবুও বাংলা সিনেমা এগিয়ে যাক বিশ্ব দরবারে- শুভকামনা সব সময় থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154122