জামায়াতের মত বিএনপির কোন হিন্দু শাখা নেই : এমপি প্রার্থী হারুনুর রশীদ

জামায়াতের মত বিএনপির কোন হিন্দু শাখা নেই : এমপি প্রার্থী হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনপি প্রাথী ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, জামায়াতের মত বিএনপির কোন হিন্দু শাখা নেই। সকল ধর্মাবলম্বীরাই বিএনপি করতে পারেন এবং অনেকেই বিএনপির  রাজনীতিতে যুক্ত।

দলে ধর্ম নিয়ে কোন ভেদাভেদ নেই। দেশেও শিক্ষা,কর্মসংস্থান, ব্যবসাসহ সকল ক্ষেত্রে ধর্মের কারণে কোন ভেদাভেদ নেই, বৈষম্য নেই। বহু হিন্দু সকল ধরণের সরকারি চাকরি করছেন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে সকল ধর্মের অনেক শিক্ষার্থী। যোগ্যতাই এসব ক্ষেত্রে বড় কথা।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লায় দলীয় কার্যালয়ে সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ অনান্য জাতি গোষ্ঠীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির  অন্যতম কেন্দ্রীয়  নেতা হারুন এসব কথা বলেন।

তিনি অন্য ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় ভেদাভেদ ছাড়াই একই রকম  নাগরিক সুযোগ সুবিধা ভারতে নেই। আপনারা ভারতে গেলে তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকতে হবে। হারুন বলেন, ধর্ম কোন দলীয় বিষয় নয়। ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে কেন? মুক্তিযুদ্ধ,স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নিয়েও রাজনীতির কিছু নেই। এদেশে হিন্দুরা আওয়ামী লীগ বা বিএনপি ছাড়া  জামায়াতকে ভোট দিয়েছে এমন শোনা যায়নি। হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ভোট উপলক্ষে আপনাদের ডাকা হয়নি। বিগত ৫০ বছরে আপনাদের নিয়ে অনেক রাজনীতি হয়েছে। ভুল বোঝান হয়েছে। হারুন আরও বলেন, ধর্ম যার  ধর্মীয় উৎসবও তাঁর। নির্বাচন নিয়েও  আপনাদের শংকার কারণ নেই। আমরা রয়েছি। নিরাপত্তা  দেব।

উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের সভাপতি শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম, হারুনুর রশীদের ছেলে রুবায়েত ইবনে হারুন রাফি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নেতা হিংগু মুর্মু, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা কল্পনা মুর্মু, নির্মল সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154121