লালমনিরহাটে র্যাবের অভিযানে মাদকসহ নারী ব্যবসায়ী আটক
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ৫৪২ বোতল বিভিন্ন ব্রান্ডের মাদক জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১টায় র্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামের আয়না বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এস্কাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। আটক আয়না বেগম ওই এলাকার মো. সমির উদ্দিন ওরফে সমুর স্ত্রী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়না বেগম স্বীকার করে- সে ও তার স্বামী দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিলসহ মাদক সংগ্রহ করে কৌশলে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। মাদক পরিবহণ ও বিক্রির জন্য তারা নানা কৌশল ব্যবহার করতো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154116