বগুড়ার সারিয়াকান্দিতে কীটনাশক প্রয়োগে খেসারি কলাই পুড়িয়ে ধ্বংসের অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে কীটনাশক প্রয়োগে খেসারি কলাই পুড়িয়ে ধ্বংসের অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে কীটনাশক প্রয়োগ করে খেসারি কলাই এবং নেপিয়ার ঘাস পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার কৃষক দেলুয়াবাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আব্দুর রশিদ প্রামানিক সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের দারুনা এলাকায় ৭ শতাংশ জমিতে কৃষক রশিদ প্রামানিক খেসারি কলাই এবং নেপিয়ার ঘাস বপন করেছিলেন। বপনকৃত খেসারি কলাই এবং নেপিয়ার ঘাসগুলো ইতিমধ্যেই বেশ বড় হয়েছিল। সবেমাত্র খেসারি কলাই এ ফুল আসা শুরু করেছিল।

কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে তিনি জমিতে গিয়ে দেখেন, তার জমিতে কে বা কারা কীটনাশক প্রয়োগ করেছে। এতে তার সদ্য বেড়ে ওঠা খেসারি কলাই এবং নেপিয়ার ঘাস পুড়ে নষ্ট হয়ে গেছে। পরে তিনি এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন।

আব্দুর রশিদ প্রামানিক বলেন, সকালে জমিতে গিয়ে দেখি আমার জমির সবগুলো খেসারি কলাই এবং নেপিয়ার ঘাস পুড়ে গেছে। এতে আমি একেবারে নি:শেষ হয়ে গেছি। ধারনা করছি জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আমার প্রতিপক্ষ একাজ করেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154104