থাইল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে নেপালে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচই জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার মুলাপানিতে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসীই থাকল লাল-সবুজের প্রতিনিধিরা।
টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
এরপর হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের ৫১ রানের জুটিতে ইনিংস এগিয়ে নেয় বাংলাদেশ। শারমিন ৩১ বলে ২৮ রান করে আউট হন, জ্যোতির ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রান।
শেষদিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও শবানা মোস্তারি।
১৫০ রানের লক্ষ্য তাড়ায় থাইল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে। নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। ব্যাট হাতে দুইজন ছাড়া কেউই দশের ঘর ছুঁতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিয়া তৃষ্ণা সর্বোচ্চ দুটি উইকেট নেন। বাকি তিন বোলার নেন একটি করে উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।