দিনাজপুরের চিরিরবন্দরে আ’ লীগ নেতা আটক
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম পারভেজকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার রাণীরবন্দরের সুইহারীবাজার থেকে তাকে আটক করা হয়।
গোলাম আযম উপজেলার রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বালাপাড়ার মৃত আব্দুস সালাম কেরানীর ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী নানা রকম উস্কানিমূলক কথাবার্তার জন্য তাকে আটক করা হয়। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154093