রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২
রাঙামাটিতে কাঠবোঝাই একটি মিনি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে রাঙামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাছবোঝাই মিনি পিকআপটি ঢালু রাস্তায় উঠতে গিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুইজন মৃত ছিলেন এবং একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।