উচ্চতর ডিগ্রিধারী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের গবেষণার তথ্য উপস্থাপনের নির্দেশ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা গত এক বছরের মধ্যে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে।
মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং এর ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে।
গবেষণালব্ধ এই জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঠিক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গবেষণার সারসংক্ষেপ আগামী ১৮ জানুয়ারি রবিবারের মধ্যে সফট কপিসহ (নিকোশ ফন্ট) ই-মেইলে (ad-training3@dshe.gov.bd) অধিদপ্তরের প্রশিক্ষণ শাখায় পাঠাতে বলা হয়েছে। প্রেজেন্টেশনের সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত উচ্চতর ডিগ্রির ফলাফল ও এর প্রায়োগিক দিকগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতেই এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানায় মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154077