রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দলের এই ক্রিকেটার প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন।
চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫।
অন্যদিকে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে লিটন জানান, অধিনায়কের দায়িত্ব সব সময়ই চ্যালেঞ্জিং। এখন মূল লক্ষ্য প্লে–অফ নিশ্চিত করা। একটি ম্যাচ জিতলেই সেই সুযোগ চলে আসবে। এরপর ধাপে ধাপে এগোতে পারলে ফাইনালও সম্ভব বলে আশাবাদী লিটন।
সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন উল্লেখ করে লিটন বলেন, ‘ও আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’
উল্লেখ্য, নিশ্চিত প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়েও চলতি বিপিএলে এখনও টিকিট নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বে বাকি থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই শেষ চারে জায়গা পাকা হবে দলটির।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154068