পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচন বিধিমালা ও ভোক্তা আইনে ২ব্যক্তিকে অর্থদন্ড

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচন বিধিমালা ও ভোক্তা আইনে ২ব্যক্তিকে অর্থদন্ড

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দু'জনক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৫জানুয়ারি)রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমান আাদালতের সঙ্গীয় টিম নিয়ে উপজেলার সিংগাড়ী গ্রামের আফছার আলীর ছেলে আলামিন হোসেন(৪০)কে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা-২০২৫-এর ১৮ধারা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০হাজার টাকা এবং অপর দিকে  উপজেলার ভেড়ামারা বাজারে মৃত ইকরাম হোসেন'র ছেলে কাঁচামাল  ব্যবসায়ী রকিব হোসেন(৫০)কে ভোক্তা অধিকার আইনে ২০হাজার টাকাসহ মোট ৩০হাজার  অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে  সহযোগিতায় ছিলেন ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক আল আমিন(এস আই)ও উপজেলা স্যানেটারী ইন্সপেকটর নূরুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমার ভ্রাম্যমান আদালতের কথা স্বীকার করে বলেন,জনস্বার্থে এ ভ্রাম্যমান আদালত অব্যাহৃত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154022