বগুড়ার ধুনটে সেনাবাহিনীর অভিযান পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার 

বগুড়ার ধুনটে সেনাবাহিনীর অভিযান পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরি ৩টি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-শাহজাহানপুর উপজেলার খরনা ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)। তারা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বগুড়া তিনমাথা রেলগেটসংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদেরভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি চাপাতি জব্দ করা হয়।  ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153988