বৈঠক শেষে আসন সমঝোতার জোট নিয়ে যা জানালেন নাহিদ

বৈঠক শেষে আসন সমঝোতার জোট নিয়ে যা জানালেন নাহিদ

আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব আছে আছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে ১০ দলের বৈঠক শেষে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জোটের ব্যাপারে এক থাকার বিষয়ে আমরা আশাবাদী। আসন সমঝোতার জোট হলে এর রাজনৈতিক গুরুত্ব আছে। ফলে দেরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট প্রক্রিয়া যাতে অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।’এদিকে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে এ সংবাদ সম্মেলনে। এর আগে আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মাঝে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে এ বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুর পৌনে ২টার দিকে জামায়াতে ইসলামীর মগবাজার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি এ বৈঠক ডাকা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153962