জরুরি সভা করে নাজমুলকে অর্থ কমিটিসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের চাপের মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলতাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শূন্য হয় না। এর আগে, ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্যে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
এ দিন দুপুরের ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের খেলা হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয়ে গেছে। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্সের ম্যাচ। এই ম্যাচের জন্য নির্ধারিত সময় ফ্র্যাঞ্চাইজিগুলো মঠে না এলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিবি।
এর আগে বেলা সাড়ে ১১টায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। এরজন্য দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে নাজমুল ইসলামের বক্তব্য সমর্থন করে না বোর্ড। বিপিএলের ম্যাচ সময়মতো মাঠে না গড়ানোয় স্টেডিয়ামের বাইরে ভাংচুর চালিয়েছে খেলা দেখতে আসা সমর্থকরা। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153958