ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র একটি ‘খুব ইতিবাচক বক্তব্য’ পেয়েছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, (বিক্ষোভকারীদের) মৃত্যুদণ্ড কার্যকরের ‘কোনো পরিকল্পনা নেই’ তেহরানের।
ইরানে হামলার হুমকি দেওয়ার পর সংকট মোকাবিলায় তুলনামূলকভাবে সংযত অবস্থানের ইঙ্গিত দিয়ে ট্রাম্প গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে-এমন আশঙ্কার মধ্যে কাতারের একটি বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সদস্য প্রত্যাহারের ঘোষণার কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেন, তিনি ‘অন্য পক্ষের গুরুত্বপূর্ণ সূত্রগুলোর’ সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি কোন পথে এগোয়, তা আমরা দেখব।’ তবে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়টি পুরোপুরি নাকচ করেননি জানিয়ে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র একটি ‘খুব ইতিবাচক বক্তব্য’ পেয়েছে।
একইদিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই।’ তিনি আরও বলেন, ‘ফাঁসির বিষয়টি একেবারেই বিবেচনায় নেই।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153937