মাঠে না গিয়ে টিম হোটেলে ক্রিকেটাররা

মাঠে না গিয়ে টিম হোটেলে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক উসকে দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সবশেষ গতকাল (বুধবার) ক্রিকেটারদের বেতন নিয়ে করা তার মন্তব্যে ক্ষিপ্ত তাদের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। প্রতিবাদে তারা বিসিবি’র এই পরিচালকের পদত্যাগ দাবি করেছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএল’র ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও টিম হোটেলেই অবস্থান করছেন আজকের ম্যাচের দু’দলের ক্রিকেটাররা। এখনও বিপিএল’র প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে নতুন খবর, ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলনটি। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন দ্রুত সময়ের মধ্যে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153926