বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করছে। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজ এ তথ্য জানায়। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।

ফক্স নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করা হবে এবং এই সময়ের মধ্যে এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, বিদেশি নাগরিকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি মার্কিন সরকারি সুবিধা গ্রহণ করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153905