বাঁশখালীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় পুকুরে ডুবে নুর মোহাম্মদ তাজবিদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি নুরানী মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজবিদ ওই এলাকার রুহুল আমিন তালুকদার বাড়ির মোহাম্মদ তারেকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তাজবিদ তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নানার বাড়ির পাশে অবস্থিত ‘মাতব্বরপাড়া মুহাম্মদীয়া আজিজিয়া নুরানী তালিমুল কুরআন মাদরাসা’র শিশু শ্রেণিতে পড়াশোনা করত। ঘটনার দিন মাদরাসায় ক্লাস শেষে সে নানার বাড়িতে আসে। দুপুরের খাবার খাওয়ার পর খেলতে গিয়ে নানার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আছরের সময় পুকুর থেকে তাজবিদকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির প্রতিবেশী ও স্বজন মো. নুরুল কাদের বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।