বগুড়ার ধুনটে ছেলের মারপিট ও হত্যার হুমকিতে বাড়ি ছাড়া মা-বাবা

বগুড়ার ধুনটে ছেলের মারপিট ও হত্যার হুমকিতে বাড়ি ছাড়া মা-বাবা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত ছেলের মারপিট ও হত্যার হুমকি পেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বৃদ্ধ বাবা-মা। নেশার টাকা না পেয়ে বাড়িঘর ভাঙচুর ও মাঠের ফসলের ক্ষতি করেছে সে। এছাড়া নির্যাতন সইতে না পেরে সংসার ছেড়েছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সোনার উদ্দিনের (৭০) ছেলে বিপ্লব হোসেন (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিপ্লব হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। সে সব ধরনের মাদকদ্রব্য সেবন করে। বিপ্লব হোসেন প্রায় মাদকদ্রব্য কেনার টাকা চায় মা-বাবার কাছে। কিন্তু মা-বাবার পক্ষে বার বার টাকা দেওয়া সম্ভব হয় না।

এ কারণে মা ও বাবাকে প্রায়ই নানাভাবে নির্যাতন করে বিপ্লব। মাদকাসক্ত বিপ্লবের নির্যাতন সইতে না পেরে তার মা কয়েক মাস আগে ঢাকায় বড় ছেলের কাছে অবস্থান করছেন। আর অন্তঃসত্ত্বা স্ত্রী কোলের ছেলে সন্তানকে নিয়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় বিপ্লবের বাবা বাড়িতে থেকে সংসারের কাজকর্ম করতে থাকেন।

শনিবার বিপ্লব তার বাবার কাছে মাদকদ্রব্য কেনার টাকা দাবি করে। কিন্তু তার বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে বিপ্লব ক্ষুব্ধ হয়ে বাড়ির পাশে বাবার জমির উঠতি ফসল কেটে ক্ষতি করে। এতেই ক্ষ্যান্ত হয়নি বিপ্লব। একই সময় বাবার বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। এসময় তার বাবা এগিয়ে এলে বিপ্লব বাবাকেও মারপিট করে এবং হত্যার হুমকি দেয়। তখন প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন সোনার উদ্দিন।

এ ঘটনায় সোনার উদ্দিন বাদি হয়ে ছেলে বিপ্লব হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ছেলের নির্যাতনের শিকার সোনার উদ্দিনকে একজন পুলিশ কর্মকর্তার সহযোগিতায় বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি এখন নিরাপদেই আছেন। আত্মগোপনে থাকা অভিযুক্ত ছেলে বিপ্লবকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153880