ঠাকুরগাঁয়ের হরিপুর হাসপাতালে চিকিৎসক সংকট সেবা থেকে বঞ্চিত মানুষ

ঠাকুরগাঁয়ের হরিপুর হাসপাতালে চিকিৎসক সংকট সেবা থেকে বঞ্চিত মানুষ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ৫০ শয্যার হাসপাতালটি চিকিৎসক সংকটে ভুগছে। ৩ জন ডাক্তার দিয়ে কোন মতো চলছে হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম। ডাক্তার সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে গরিব, অসহায় ও সাধারণ মানুষ।

এছাড়াও গাইনী ও এ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় দেড় যুগ ধরে বন্দ রয়েছে হাসপাতালে সিজারের কর্যক্রম। এতে নষ্ট হতে বসেছে ওটিতে থাকা মূল্যবান জিনিসপত্র। এ উপজেলায় প্রায় পোনে দুই লাখ মানুষের বসবাস। এর মধ্যে শতকরা ৭০ শতাংশ মানুষ স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য নির্ভর করছে এই হাসপাতালটির উপর।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে সরকারি চিকিৎসকের সংখ্যা রয়েছে ১৯টি। এর মধ্যে কাগজে কলমে ৫ জন কর্মরত থাকলেও বর্তমানে কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ মাত্র ৩ জন। ১৪ জন ডাক্তারের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ৩ জন ডাক্তার রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

অপরদিকে গরিব, অসহায় ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা ও সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। গর্ভবতী মায়েদের প্রসূতির জন্য বিনামূল্যে ডিএসএফ’র কার্যক্রম চালু থাকলেও হাসপাতালে গাইনী ও এ্যানেস্থেশিয়া কোন ডাক্তার না থাকায় প্রায় প্রতিদিন এসব রোগীকে সিজারের জন্য বাইরে যেতে হচ্ছে।

এতে তাদের হয়রানির শিকার ও বাড়তি খরচে পড়তে হয়। এছাড়াও শিশু ডাক্তার না থাকায় এলাকার শিশুরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ হাসপাতালে চিকিৎসা জন্য আসে কিন্তু সন্তোষজনক চিকিৎসা না পেয়ে ফিরে যায়।

হরিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান বলেন, ডাক্তার সংকটের কারণে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাই আরো ডাক্তারের প্রয়োজন। জনবহুল হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ ডাক্তারের পদগুলো পূরণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেছেন।

হাসপাতালের ডাক্তার সংকটের বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান বলেন, হাসপাতালে কাগজে কলমে কর্মরত ৫ জন ডাক্তার থাকলেও এর স্থলে আছে ৩ জন। হাসপাতালের জনবল সংকট ও সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153878