গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুদি দোকানে ইয়াবা বিক্রি, গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মাদকসহ বিচিত্র বর্মণ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার বিচিত্র বর্মণ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দন বাড়াইপাড়া (পারগয়রা) এলাকার স্বর্গীয় সত্যনন্দ বর্মণের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের বিশেষ দল গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার গরুহাটি এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালায়। তল্লাশিকালে দোকানের ভিতরে থাকা একটি স্বচ্ছ প্লাস্টিকের বক্সের মধ্যে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় মাদকসহ বিচিত্র বর্মণকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153875